Breaking News

প্রচ্ছদ > খেলা-ধূলা

তোরেস-সুয়ারেজকে ছাড়িয়ে সালাহ এক অন্য উচ্চতায়

অনলাইন
 তোরেস-সুয়ারেজকে ছাড়িয়ে সালাহ এক অন্য উচ্চতায়

ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে শনিবার পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করে লিভারপুল। আর ম্যাচে জোড়া গোল নিয়ে লিভারপুলের ইতিহাসের সফল দুই স্ট্রাইকার ফার্নান্দো তোরেস ও লুইস সুয়ারেজকে ছাড়িয়ে যান মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লীগে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে পরিষ্কার ১০ পয়েন্টে এগিয়ে লিভারপুল। দুই বছর আগে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের ইতিহাসে ১৮তম সর্বোচ্চ গোলদাতার মর্যাদা এখন তার । সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১২৬ ম্যাচে ৮৪ গোল করেছেন এ মিশরীয় উইংগার। লিভারপুলের হয়ে স্প্যানিয়ার্ড স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের রয়েছে ৮১ গোল। লিভারপুলের জার্সি গায়ে উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজের গোল তোরেসের চেয়ে একটি বেশি।


৮১ গোল করতে তোরেস খেলেছিলেন ১৪২ ম্যাচ। আর ৮২ গোল করতে সুয়ারেজ খেলেন ১৩৩ ম্যাচ। গোল করার হারের দিক দিয়েও এই দুই স্ট্রাইকারকে পেছনে ফেলেছেন সালাহ। অথচ লিভারপুলে আসার আগে সালাহকে শুধুই একজন ক্ষিপ্রগতির উইঙ্গার মানা হতো, স্ট্রাইকারকে গোল করতে সহযোগিতা করাই যার কাজ। চলতি প্রিমিয়ার লীগে ৯ গোল পেয়েছেন সালাহ। সর্বোচ্চ ১৬ গোল নিয়ে তালিকার শীর্ষে লেস্টার সিটির ইংলিশ স্ট্রাইকার জেমিভার্ডি।  মৌসুমে সব প্রতিযোগতিা মিলিয়ে মোহাম্মদ সালাহ ১৩ গোল পেয়েছেন।

 

Leave a Comment

এই বিভাগের আরও খবর

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD